আমাকে ফাঁসি দাও
যাবত জীবন কারাদণ্ডিকার নামে আমাকে খুন করো-
আমি যুগের শ্রেষ্ঠ অপরাধী।
আমাকে রিমান্ডে নাও
হাত বেঁধে উল্টো করে ঝুলিয়ে চোখে দাও মরিচের ঝাচ-
আমি যুগের শ্রেষ্ঠ অপরাধী।
আমাকে মুক্তি দাও
তোমাদের এই বিষন্ন সুখের রঙ মহল কারাগার থেকে।
আমি যুগের শ্রেষ্ঠ অপরাধী।
আমার অপরাধ জানতে এসো না গো ফৌজদার
আকাশের মেঘ গুলো অজানা জাল টুকু কার?
আমাকে ভুলে যাও
ভুলে যাও বলে হয়ে উঠি খুনি কবর চিতা মহাশ্মশান
আমি হই যুগের শ্রেষ্ঠ অপরাধী।
আমাকে তাড়িয়ে দাও
হারামের পথ ধরে নরকের দ্বারে গিয়ে দাঁড়াবো বলে
আমি যুগের শ্রেষ্ঠ অপরাধী।
যাকে আজ কাছে টানি যাকে নিয়ে ঘর বাঁধি
দিন শেষে সেই করে আমাকে যে অপরাধী।
আমাকে ফাঁসি দাও
আমি যুগের শ্রেষ্ঠ অপরাধী।
২১বোশেখ ১৪২৮; বাসভূমে