তোমাকে হালখাতার দাওয়াত!
অনেক দিনের ভালোবাসা জমা হয়ে আছে
তোমার কাছে- আমার হালখাতা গ্রহণ করো।

দেখো না বছর ঘুরে এলো!
কতোটা রাত কতোটা দিন পার হয়ে গেলো
এতোটা দিন তুমি শুধু ধার করেই চললে।

ভালোবাসা দিয়েই গেলাম!
বিনিময়ে পেলাম তোমার ঋণ খেলাপির
অভিনয়, আমি তোমায় ভালোবাসা দেইনি।

কি নিষ্ঠুর ছিলো অভিনয়!
তুমি দেখে যাও আমার এ হিসেবের খাতা
হৃৎপিণ্ডের তাজা রক্ত দিয়ে করেছি হিসেব।

তোমাকে হালখাতার দাওয়াত!


২১আষাঢ় ১৪২৭;