করোনার ভয়ে সব সচেতন জনগণ-
আমাদের গায়ে কিছু আছে বেশ গুণীজন!
সারাদিন থাকে বসে নেই কোনো কাজকাম-
খোদা তিনি আছে সেযে- মুখে নেই প্রভু নাম!

কার বউ কিরকম তাই নিয়ে গোলযোগ-
পৃথিবীতে এলো দেখো কত বড় জুজু রোগ!
রোগ নিয়ে কথা হলে বলে তারা একটানে-
মৃত্যুটা আসেই যদি পালাবো'রে কোন খানে?

পালাতে তো বলি নাই হতে বলি সচেতন-
তুমি মরো দোষ নাই! আমরা তো জনগণ!
তুমি বুড়ো দিন শেষ-বেঁচে গেছো বহুকাল
আমাদের পৃথিবীতে দিতে হবে নয়া হাল।

করোনার ভাইরাস যদি ডুকে এই গায়ে
লাশ হবে শতাধিক একদিন এক ধাঁয়ে।
তাই বলি সমাবেশ ছেড়ে দাও এই ক্ষণে
ডাকো শুধু প্রভুটাকে ডেকে যাও মনে মনে।