বাহিরে ঝড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টি!
ইলেক্ট্রেসিটিও চলে গেলো এক ধাপে।
গাছের ডালপালা গুলো আর্তনাদ করতে-
করতে যে লুটিয়ে পড়ছে টিনের চালায়।
ঘরের ভিতর আমি একা বসে আছি!
হঠাৎ বিদ্যুৎচমকে উঠে আলোকিতো
হয় বিশ্বভূখন্ডি!
নিমিষেই অন্ধকার নেমে আসে এই-
পৃথিবীর বুকে, আমি এখন আঁধারে!
আমাকে ক্রমশ গ্রাস করছে অন্ধকার!
আমি হারাবো এখন নতুন জগতে।
এক ঝাঁক দুঃখ করবে আমায় স্বাগত!
চোখের জলে বরণ কাজ শেষ হবে!
তারপর যে দুঃখদের সাথে আড্ডা হবে!
প্রতিটি রাতেই আমি যে হারিয়ে যাই
দুখীদের জগতের দুঃখ পরগনায়!
আমি ঘুমাতে পারি না,
নিশাচর হয়ে ঘুরে বেড়াই রাতভর।
১২আষাঢ় ১৪২৭