চৈত্র বৈশাখ মাস,
রোদের বড়ই তেজ উঠে ভাই-পোড়ায় ধানের খেত!
বিকেল বেলার বৃষ্টি আবার লাগায় দারুণ ছেদ।
আকাশটায় যে কখন কি হয়-কেউ,বুঝে নাতো কিছু!
দস্যি ছেলের দলগুলো হায় ছুটছে মেঘের পিছু।

চৈত্র মাসের দুপুর বেলায় ঘুড়ির পিছন ছুটে,
মায়ের বারণ রোদের প্রহার সব কিছুকেই টুঁটে।
খেতের আইল এপার-ওপার দৌড়াদৌড়ি করে,
ঘুড়ির গলায় ফাঁশ ঝুলিয়ে সে ঘুড়ির মতোই উড়ে।

ঘুড়ির সুতায় টুকরো কাগজ চিঠির খামের মতো,
নীন আকাশের বুড়ির বাড়িত পাঠাই দিছিই কতো।
থাকতো সেথায় মিষ্টি কথায় কেমন আছেন বুড়ি,
পুবান বাতাস দিয়েন সদাই উড়াবে রঙিন ঘুড়ি।

৪ঠা বৈশাখ ১৪২৭