ধরে নাও-
আজ তোমার সাথে আমার-প্রথম সাক্ষাৎ!
এর আগে তুমি আমায় চিনতে না আর আমিও তোমায়!
ধরে নাও আজ,
চারিদিকে কুয়াশায় সাদা হয়ে আছে,
হয়তো পৌষ কিম্বা মাঘ মাস,
কি দারুণ বিমোহিত শীত!
ঘাসের উপরে শিশির পরে আছে কি এক মনোহর রূপে।
সূয্যিমামা মুখ ডেকে ছিলো এতোক্ষণ ধূসর চাদরে।
ধরে নাও-
তুমি আজ রেশমে বুনানো একটি চাদর গায়ের
উপর দিয়েই বসে ছিলে -একা একা সবুজ ঘাসের বুকে!
না না একা নও!
তোমরা তিন জন বসে ছিলে এক সাথে!
সবুজ মাঠের কোমল দূর্বাঘাসের উপরে তিনজন।
সূর্যের কিরণে তোমার মাথায় পড়া শিশির গুলো যে
মিশে যাচ্ছিলো স্কার্ট এর উপর থেকেই।
ধরে নাও-
আমি সেদিন দূর থেকেই দেখছিলাম তোমাদের!
তুমি যে চুপচাপ বসে দুজনের কথা নিরবে শুনছিলে।
ধরে নাও-
তুমি হাসছিলে, ধরো আমিও তাই হাসছিলাম।
ধরে নাও-
আমি হঠাৎ করে তোমার, তোমাদের মাঝে-
এসে যোগ হয়ে নির্বাক তোমার দিকে তাকিয়ে রইলাম।
ধরো-
তুমি অন্য দিকে মুখ করে কেনো জানি মিটিমিটি হাসছিলে, জানিনা!
আমিও তখন হাসছিলাম!
ধরে নাও তুমি-
প্রথম দেখে তোমায়- সেদিন প্রথম প্রেমে পড়িছিলাম।
১৫আষাঢ় ১৪২৭; ভিয়াইল