এমন যদি হতো-
তোমায় নিয়ে দূর আকাশে
ভেসে যেতাম সুর বাতাসে
ঐযে, শুকনা তুলার মতো!
এমন যদি হতো-
তুমি থাকতে আমার পাশে
থাকতে তুমি আমার শ্বাসে
যতটা, খাম-খেয়ালি ততো!
এমন যদি হতো-
তোমার বাড়ি আমার বাড়ি
থাকতো না দূর, হাড়ির চাড়ি
দূরপাল্লার মাইল শত!
এমন যদি হতো-
তোমার কথা ভাবি যখন
তুমিই সেই ভাবো তখন
আমাকে,ভাবো আমার মতো!
এমন যদি হতো!
এমন যদি হতো!
২৩মার্চ ২০ইং]