আমাদের এই দেশ ফুল ফলে ভরা,
সাদামাটা লোক গুলো মাটি দিয়ে গড়া!
গাছে গাছে ডাকে শুধু নানা জাতি পাখি,
দেশ দেখে ভরে যায় সকলের আঁখি।
আজানের সুর আসে প্রতিদিন ভোরে,
সকালের আলো ফুটে পৃথিবীর দোরে।
ছোটছোট ছেলেমেয়ে বই হাতে চলে,
অ আ ক খ শিখে আর সারাদিন বলে।
মাঠে মাঠে রাখালেরা ছুটে গরু নিয়ে,
জেলে ভাই মাছ ধরে নানা জাল দিয়ে।
কৃষকের হাল-গরু জুরে দেয় মাঠে,
মাঝি ভাই নাও বাঁধে যমুনার ঘাটে।
ধুলিমাখা পথ দিয়ে কত লোক যায়,
বাউলেরা হেঁটে হেঁটে কত গান গায়!
দুপুরের বেলাতে যে সব ছেলে মেয়ে
নদী পাড়ে যায় ছুটে একে একে ধেয়ে।
এই দেশে মিশে আছে কত শত কবি,
কবিরা যে কবি হলো দেখে এই ছবি।
সবুজের রূপ দেখা হবে নাতো শেষ,
পৃথিবীর রাণী হলো আমাদের দেশ।