.
     পাখিদের কূজন সে দখিনের সমীরণ
     এই দুটোই যে আজ ভূ-ভূমি ছেড়ে বিলিন,
     দালালের অপকলে ছেয়ে গেছে দেহ ত্বক
     নাটক সিনেমা হয় দেশজুরে দিবানিশি।

     আষাঢ়ের গল্পটা মাঘের শীতের মতো
     হাড় কাঁপানো কুহেলী বর্ষণ করে চলে,
     মানুষ ভয়ে কুঁকেড়ি খেতে খেতে দিশেহারা
     পাখিদের কল্লোল যে চ্যুত বহু দিন আগে।

     আকাশের মেঘে মেঘে ছেয়ে যায় যবে রোদ!
     এক পশলা পবনে চরায় আকাশে মেঘ,
     সে সমীর নেমে এসে দোলা'তো সজীব ক্ষেত!
     সে সমীর দখিনের বাউ, আজ আর নেই!

     চাটুকারিতা নিত্য দিনের একটি আর্ট
     যে যত দিবে সে তত লাভবান এ সময়ে!
     মানুষের ফাঁদে পরে মানুষ কান্না করে
     দালালের খপ্পরে লুটোপুটি খায় জাতি।

     নীড়চ্ছেদ হয় পাখি মুণ্ডুচ্ছেদ মানুষ
     গণপিটুনিতে গত হয় আমাদের মাতা!
    দেশের নামে রটন করে অপক্ক বাণী
    এ নাটক সিনেমার অন্তিম পর্ব কবে?

    ২৮/০৭/২০১৯
     গাজীপুর
     _____________