প্রতিটা ক্ষণ কেন বসে বসে ভাবছো
নবীন'তো ছিলে তুমি, প্রবীণে হাঁপসো
জীবন'তে নয় স্থির, ক্ষণপদ চূর্ণ
চেহেরা'টা এসে যায় ভরহীন জীর্ণ,
হাঁটা-চলা, হাঁপি- দামি কত ছিলো গর্জন
নিমিষেই চলে গেছে সবি করে বর্জন।
শিশু কাল খেলা তোমার, কত হুড়োহুড়ি
একি দিকে বিশ্ব, একা ধরে রেখেছি,
জীবন'তো মানছি জীবিকার পূর্ণ
কেন এত ক্রন্দন, প্রবীণে শূন্য,
প্রবীণ কী ছিল না, নবীনের সময়
তবে কেন আরচোখে, হবে না মায়াময়?
নবীনকে কর তুমি, বুঝে দিও সেলামি
আগামী প্রবীনে পাবে তুমি প্রণামী