রবির চেয়ে রবি


কী দিয়ে করিব শুরু,জানিনা-
তুমি কিসেরী সমান?
নামটা যেহেতু রবি দিয়ে-
যেন রবির চেয়ে পেয়ছ দ্বিগুণ সম্মান।

রাখি হস্ত যেথা পড়ে যাক-
সোনা ফলে উঠেছে তখনি- নতুনের প্রভাত!
প্রভাত ফেরি তুমি উঠিয়াছ গনি,
তোমারি নাম বিশ্ব দরবারে-
এ যে বাঙালির খনি।

তুলেছ তুমি বাঙালীর নাম বিশ্বের দরবারে,
কী নেই রবির ছায়ায় সবি যে তার তরে,

যেথা ভানু দেখে যায়, দুটি চোখ মেলে
সমগ্র বিশ্বটা রাখে তার কোলে,
তথাপি আছে যে কবি ঠাকুর রবি
সাহিত্যের প্রতিটা অঙ্গে আঁকা তার ছবি!

রচনাকাল : ১৩-০৫-২০১৬