এই যে বাপু কি বলি আর
এটা দুখের দিন,
চারিদেকেই বাড়ছে দেনা
হচ্ছি শুধু ঋণ।
চাকরি গেছে লকডাউনে
থাকছি বসে ঘরে,
বউয়ের সাথে রান্না করি
বাসন মাজা পরে।
তারপরে যে বাসি বাসন
আমার হাতে ধোয়া,
এতো কিছুর পরেও বাপু
যায় না তারে ছোঁয়া।
বলে আমায় এবার ঈদে
দাও নি কিছু কিনে,
কাপড় গুলো কাচবে তুমি
দেখবে মজা দিনে।
এসব করে তিলেতিলে যে
হচ্ছি আমি শেষ,
পতি জুলুম মামলাটা গো
আনবে কবে দেশ?
৩০জ্যৈষ্ঠ ১৪২৭;