শহর থেকে বন্দরে মানুষের দল
রিপু নেশা বয়ে চলে আষাঢ়ের ঢল
ফুলে উঠে দেখে তারা দুশমন কনা
লন ভরে করে যায় বিরুদ্ধের অনা।
ইহকালে তারা হবে হিংসুটে লোক
সরাসরি পরকালে সিমাহীন দুখ
লালসায় গিলে খাবে তাহাকে কখনো
মরা শেষে পড়ে রবে নাড়িটা শুকনো।
তাহজিব লোক হয়ে ছেড়ে দিয়ে জারি
সমকালে হয়ে যাই মনোহর জীব
নিতে হবে এটা ছেড়ে নয়া এক বাড়ি
আমাদের কলমের ভেঙে যাবে নিব।
লাখো লাখো লাশেদের ভিড়ে যাবো পরে
ভয়ানক দিন হবে ঘাতকের তরে।
২১আষাঢ় ১৪২৭