ও মাঝি ভাই তোমার নায়ে
আমায় নিবে তুলে?
তোমার সাথে থাকতে দিবে
একটু দুঃখ ভুলে?

ও মাঝি ভাই চুপটি কেনো
কও না একটু কথা,
পরশু দিনো বললে তুমি
শেষে দিলে ব্যথা।

সারাটা দিন বসে ছিলাম
নদীর বালু চরে,
বলে গেলে ফিরবে তুমি
এই কটা মাছ ধরে!

তার পরে ভাই হারাই গেলে
মরছি তোমায় খুঁজে,
আজকে আবার আমায় দেখে
যাচ্ছো চক্ষু বুজে?

ও মাঝি ভাই তোমার নায়ে
আমায় নাও না তুলে,
আমার বাবা পথ ভুলেছে
এই নদীরই কোলে।

তোমার মতোই পাল তুলে যে
থাকতো নদীর বুকে,
এই নদী তার প্রাণ কেড়েছে
মারছে ধুকে ধুকে।

ঝড় উঠে যে বাবার ডিঙে
ডুবছে নদীর জলে,
মৃত্যু তাকে মারছে ভীষণ
করুণ মায়ার ছলে।

চোখের সামনে ডুবছে বুঝি
বাবার প্রিয় ডিঙি,
নদীর বুকে ঝড় তুলেছে
দুষ্টু মাগুর শিঙি।

সেদিন হয়তো মাগুর শিঙি
দিছে বিষের কাতা,
নদী তখন রাগ করেছে
উল্টে দিছে ছাতা।

ঝড় হাওয়াতে উল্টে গেছে
সেদিন বাবার তরী,
আমি মাঝি দেখতে যাবো
তোমার ডিঙি করি।

কোথায় আমার বাবার ডিঙি
কোথায় বাবার স্মৃতি,
ও মাঝি ভাই নাও না আমায়
হবে না তো ক্ষতি।