আমার গাঁয়ের নুড্ডু হাবু
কথায় মানুষ করে কাবু
নীতি কথা বলে,
বিচার সালিশ দিনে রাতে
থাকে যে তার দুইটি হাতে
এভাবেই দিন চলে।
ইকুব আলী হাসু মিয়া
লড়াই তাদের জমি নিয়া
অনেক দিনের আড়ি,
ইকুব আলী গিয়ে বলে
হাসু মিয়াও যায় সে চলে
নুড্ডু হাবুর বাড়ি।
দুজনেই তো নালিশ করে
নুড্ডু হাবুর বসার ঘরে
একেক সময় গিয়ে,
'নুড্ডু বলে টাকার কাছে'
ইকুব বলে আমার আছে!
আসবো আমি নিয়ে।
ইকুর টাকা খেয়ে পরে
নুড্ডু বলে ভীষণ স্বরে
কঠিন নীতি কথা!
ঘুষ খেয়ে আজ বিচারপতি
সমাজটার যে করলো ক্ষতি
নুড্ডু হাবুর ব্যথা।