আমার বাড়ির গেটের ফাঁকায় একটি ছিলো গাছ,
চিরল-চিরল পাতায় বোরাক করতে ছিলো সাজ।
চিরল পাতার গাছও তখন নাচলো খুশি মনে,
বোরাক যখন চিরল পাতায় সাজলো বধূ কনে।

বোরাক পাখির সাজ দেখে গাছ, বললো দাঁড়া পাখি-
গাছের দাইল ছাড় দেখি ভাই, বন্ধ করে আঁখি!
পাখের উপর ঝাপটে ঝাপটে, তুই—থাকবি শূন্যে ভেসে,
বলবো আমি 'খুল' বলার পরেই খোলবি চোখটি হেসে!

ক্ষণিক পরেই পবন দাদায় দিবে দমকা নাচ,
ঝরঝরিয়ে ফুল পড়িবে, দেখবো'রে—আমি যে নিমগাছ।