আমার একটি পাখি আছে
আকাশ পথে উড়ে,
সারাদিন যে কোথায় থাকে
ডালে ডালে ঘুরে!
আমার একটি বৃক্ষ আছে
বিশাল বৃহৎ ছায়া,
তাহার নিচে গেলে পড়ে
স্পষ্ট হয় যে কায়া!
আমার একটি সূর্য আছে
সুপ্ত আলোয় ভরা,
মেঘের সাথে যুদ্ধ করে
তার পৃথিবী গড়া!
আমার একটি বিশ্ব আছে
একটি মাত্র রাজা,
রাজাটা যে খুব খেয়ালই
তিনটি মাত্র প্রজা!
আমার একটি বাবা আছে
বৃক্ষ পাখির মতো,
যুদ্ধ করে মেঘের সাথে
আসুক ঝঞ্ঝা যত।
১৬চৈত্র ১৪২৬