ঐ আকাশে জ্বলছে দেখো
জ্বলজ্বলে এক চাঁদ,
চাঁদের আলোয় কাটলো কেমন
দীর্ঘ তিমির রাত।
চাঁদের সাথে তারা গুলোও
থাকবে সারা ক্ষণ,
মেঘ গুলো ঐ আসবে যখন
খারাপ করবে মন।
মেঘ এসে যে ঢেকে দিবে
বিশ্ব মায়ের রূপ,
তাই বলে কি চাঁদ তারা'রা
থাকবে বলো চুপ?
চাঁদ তারা'রা বলবে তখন
এই যে বারিদ ভাই,
'মেঘ বাবাজি বুঝবে তখন'
বিশ্ব দেখতে চাই!
চাঁদ তারা'রা খুশি মনে
দেখবে পৃথিবী,
কেমন করে আছি সবাই
মা বাবা আর ঝি।