১.
আর কতদিন থাকবো প্রভু বন্দি হয়ে ঘরে,
বেঁচে থেকেও মরার মতো মৃত কাঠে পরে?
রহম করো হে দয়াময় এই করোনা থেকে-
ডাকছে তোমায় বান্দা গুলো কেমন করুণ স্বরে।
২.
ও দয়াময় দয়াল সাগর বাঁচাও মানব জাতি,
এই করোনা দূর করে দাও, জ্বালাও সুখের বাতি
লাশের পরে লাশ দেখে যে চোখের পাতা ভারি-
বন্ধু চলো প্রভুর ডাকে আমরা সবাই মাতি।
৩.
চাকরিবাকরি সব গেছে হায় এই করোনার ছলে,
মাটির হাঁড়ি উপুর করা খাবার নেই যে বলে
দিনের পরে দিন কেঁটে যায় অর্ধ অনাহারে-
এমন করেই দিন করোনায় যাচ্ছে সময় চলে।
৪.
প্রভু তোমার লীলাখেলা নেই যে বুঝার শক্তি,
তোমার পায়ে সেজদা দিয়ে করতে পারি ভক্তি।
এই গুণেরই জন্য প্রভু নাও না তুলে পীড়া-
সদয় হয়ে হাসি মুখে একটু ফেলো রক্তি।
৫.
পৃথিবীটা শান্ত করে আবার করো সবুজ,
আমরা প্রভু তোমার পুতুল মাটির ডেলা অবুঝ।
দূর করে দাও এই করোনা বন্যা ভাঙন খরা-
থাকবো মিলে আমরা সবাই যেমন থাকে অনুজ।
২৫শ্রাবণ ১৪২৭; ভিয়াইল