মা যে আমার ত্রিভুবনের
অনন্য এক সৃষ্টি,
'মা'টা আমার যেমন রোষে
ঠিক তেমনি মিষ্টি।
আমি যদি রাগ করি ভাই
'মা' চুপটি করে কাঁদে,
মনটা ভালো করতে 'মা'য়ে
কতকিছু যে সাধে।
তারপরে আর রাগ থাকেনা
পেয়ে ভালোবাসা,
এই দেখে যে মায়ের মুখে
সুখ ফোঁটেছে ঠাসা।
স্বর্গ সুখের ঢল নেমেছে
মায়ের হাসি দিয়ে,
থাকতে চাই যে মাগো তোমার
ভালোবাসা নিয়ে।
তোমায় ছাড়া থাকতে মাগো
অনেক কষ্ট হবে,
আমায় ছেড়ে যেওয়া না গো
কোনো দিনই তবে।