খুকুমণি হাসে খেলে
চেয়ে দেখে মায়,
খেলাধুলা ছেড়ে দিয়ে
খুকুমণি চায়।
খেলাধুলা মিছে হয়
এলে মায় কাছে,
তুমি বলো মা'র মতো
আর কিবা আছে?
খুকুমণি উঠে বসে
মায়া ভরা কোলে,
মা'র কোলে উঠে খুকি
খুশি মনে দোলে।
মায় শুধু চেয়ে থাকে
খুকিটার দিকে,
‘তোর লাগি বেঁচে থাকা
আছি আমি টিকে’।
তোর এই ছোট ছোট
হাত পদ গুলো,
ঝড় রোদ লাগিবে না
কাদা মাটি ধুলো।
মা'র কথা শুনে খুকি
মিটি মিটি হাসে,
তাই দেখে মা'র চোখ
খুশি জলে ভাসে।