সকালে দুপুরে
বিলেতে পুকুরে
ছেলেদের ঢল;
চ'লরে দল করে
মাছ নিবো থলে ভরে
যাবিরে চল!
পাখিরা আসিবে
কাদাতে বসিবে
খাবে যে মাছ;
মাছ মারা শেষ করে
নিবো যে বক ধরে
খুশিতে নাচ!
তারপরে বাড়িতে
মাটির ঐ চাড়িতে
মাছ দিবে ডুব;
টুপাটুপ, সে শব্দে
বাড়ি লোক, যে জব্দে
হবে যে ক্ষোভ!
তারপরে বক পাখি
বন্ধ যে, মুখ আঁখি
ক্রোধে যে খুন;
পাখিদের আওয়াজে
মাছ পাখি পাওয়াজে
কোটে যে বোন!