বৃষ্টি পড়ে টাপুর-টুপুর
জলের নিচে ব্যাঙের ডাক,
নদীর বানে যাচ্ছে ভেসে
সবুজ তৃণ কমলি শাক!
শাকের উপর সাপের ছানা
যাচ্ছে বুঝি কুমড়ো বিল,
কুমড়ো বিলে পদ্ম পাতায়
বিলের ছবি ঢাকবে নীল।
পদ্মপাতায় উঠবে তখন
ব্যাঙের ছানা শিশু নাগ,
যুদ্ধ হবে আষাঢ় গানে
ব্যাঙ সাপের ঐ দারুণ হাঁক।