তোমরা সবাই কেমন আছো-
কেমন আছো আমার বিদুষ ভূমি?
কেমন আছো ঐ-যে ধূলির পথ!
কেমন আছো আমার কলেজ তুমি?
কেমন আছো কলেজ মাঠের ঘাস?
কেমন আছো লিচুর গাছের অলি?
কেমন আছো পুকুর ঘাট'টি আজ?
কেমন আছো সেগুন তোমায় বলি।
কেমন আছে সেগুণ তোমার পাতা?
কেমন আছে পুকুর পাড়ের লতা?
কেমন আছে আমার অনেক স্মৃতি?
কেমন আছে পুকুরে ভাসা পাতি?
কেমন আছো আমার সাইন্স ল্যাব?
কেমন আছো নোংড়া পানির ট্যাব?
কেমন আছো করুণ কমন রুম?
কেমন আছো উল্লাস করা ধুম?
কেমন আছে আমার শিক্ষক গুলো?
কেমন আছে বোর্ডের উপর ধুলো?
কেমন আছে আমার-প্রিয়, ক্যাম্পাস?
কেমন আছে আমার কলেজ আজ?
২৭শে বৈশাখ ১৪২৭, ভিয়াইল