আকাশে আজ অনেক তারা
জ্বলছে হাওয়ায় ভেসে,
তারার সাথে জ্বলছে দেখো
চাঁদ মামাটা হেসে।
আলোয় আলোয় দিচ্ছে ভরে
আমাদের এই ধরা,
চাঁদ মামা তার আলোটা আজ
ভীষণ রকম কড়া।
নদীর জলে পড়ছে আলো
হালকা ঢেউয়ের তালে,
চাঁদের আলোয় নৌকা চলছে
হাওয়া লাগায় পালে।
এই আলোতেই আড্ডা হচ্ছে
দুষ্টু ছেলের গানে,
মিটিমিটি আলোর ছটায়
কৃষাণী ধান ভানে।
জ্যোৎস্না রাতে এমন করেই
গ্রাম্য জীবন সাজে,
জ্যোৎস্না রাতে ব্যস্ত সবাই
হরেক রকম কাজে।