বিরহের দিন শেষে
উঠে মন হেসে,
জিতে গেছে এই মন
তোকে ভালোবেসে।

হেরে গেছে পাপ ছবি
আকাশের রবি,
চাঁদ দেখে গান বুনে
হয়ে গেছি কবি!

সূর্য্যিটা দেখে মন
বুনে নাতো গান,
চাঁদ দেখে কেঁপে উঠে
কাঁদে শুধু প্রাণ!

চাঁদ সেতো পূর্ণিমা
আলো দিছে বলে,
নিশিথের ঘোর কেঁটে
ভালোবেসে চলে!

পরিশেষ কি যে করে
এত টুকু সরে,
মেঘ এসে ঝাপটালে
ঢেকে যায় পরে।

তাই বলে ভালোবাসা
একটু না কমে,
তোর লাগি এই মনে
ভালোবাসা জমে।

শেষ সুরে বলে যাই
প্রেম নয় খেলা,
কারো মনে খুব জুরে!
কারো যে অবেলা!

১৯/০৮/২০১৯