এই জগতে সবাই মিছে
কেউ তো স্থায়ী নয়,
তবুও কেনো মানব জাতি
জাতের কথা কয়?
ধনী গরিব বিত্তশালী
কাটায় তুলে মাপে,
গরিব দুখি দেখলে পড়ে
কলার ধরে চাপে।
চোখের পাতা বন্ধ করে
একটু দেখো ভাই,
এই জগতে রঙ তামাশা
চোখের নিচে নাই!
তাই তো বলি জগত মাঝে
একটু সদা করে,
জাতের ফাঁকা একটু চেপে
মানবটাকে ধরে।
সমান চোখে ধনী গরিব
নেও গো যদি তুলে,
একটি দিনে পাল্টে যেতো
জাতের কথা ভুলে।
২০মার্চ ২০