এই জগতের রঙিন খেলায় মানুষ হারায় হুঁশ,
তাদের মাথায় এই থাকেনা দম ফুরালেই ফুঁশ।
কেমন করে কার ঘাড়ে আজ চাপাই দিবে ভর,
রাত্রি দিবস মানুষ গুলো ভাবে তাহার পর।
এই জগতে এমন মানুষ আছে হাজার গুণ,
যাদের মাথায় রক্ত উঠে খসলে পানের চুন!
পান থেকে কেন খসলো চুনা,খসবে কেনো আজ,
তাদের কথায় জানতে হবে নিখুঁত ধৌত কাজ।
এই জগতের কিছু মানুষ এমনও তো হয়,
দোষ করে যে নিজের হাতে আরেক জনের কয়।
ভুল করছে নিজের গুণে মানবে না তার ভুল,
তাদের জন্য এই সমাজে ফুটছে না আজ ফুল।
তারাই করে নিঃস্ব লোকের দারুণ সর্বনাশ,
বসে থাকে ঘাপটি মেরে ভাঙে সুখের বাস।
এই জগতের সুখী মানুষ দেখলে চোখের পর,
চোখের আগুন দিয়ে পুড়ায় তাদের সুখের ঘর।
এই জগতের এমন মানুষ থাকবে যত দিন,
বিশ্ব মাঝে থাকবে দেখো হরেক রকম ঋণ।
এরাই হবে দিনের শেষে জাহান্নামের কীট,
দেখলে করো প্রতিবাদ আর কথার মাঝে হিট।