কে তুমি রমণী এসো মোর দ্বারে
ধুর টানা দিলে,বলো দেখি বলো
কি নিবে ছিনিয়ে অভাগীর তরে?
এ হাত শূন্য, মুষ্টিতে নেই
চাল,অনাহারে কাঁটে দিবারাত
বামুনের চোখে নেই কোনো সাধ।
স্বপ্নের ফাঁকে আসে ঝাঁকে ঝাঁকে
আষাঢ়ের ছিটা ফোঁটা জল, কলকল
ঘুরেছি অনেক দিশাহীন বাঁকে।
মিথ্যার পিছে ঘুরে ঘুরে আজ
সবই যে লাগে বিদগ্ধগুটে ভাঁড়
কোনটা নির্মল দুই যোগ চার?
তবে সব বাদে, যদি বলো তুমি
ভালোবাসি,এক বার এসো পাশে;
হাতটা'কে ধরে শুধু পড়ে পড়ে
নিয়ো যত পারো অংকটা কষে!
তবে মনে রেখো, লুট করে নিতে
লাগে তাপ চাপ অনুরাগ প্রেম,
তবে মনে রেখো, কিছু রেখে যেয়ো
বিরহের দিনে সইব কেমনে
তুমি যে উজ্জ্বল এযে আমি শ্যাম!
সাদা কালা উঁচু নিচু সব ভুলে
তবু যদি এসো মোর মঞ্জিলে,
চেয়ে নিবো কিছু সুখ দুখ বেথ্যা
অকৃত্রিম কথা হাতে হাত রেখে;
কিছু প্রেম কিছু ভালোবাসা আর
কিছু অভিমান যদি দাও,তবে
তো ভালোবাসবো, রাখিবো জরিয়ে;
যদি মন দাও চোখ মেলে চাও
তবে দিবো সুখ শিঞ্জিন পড়িয়ে।
মাত্রাবৃত্ত:৬+৬
তারিখ:১৩/০৯/২০১৯ইং