রাত্রি শেষে শীত লাগে যে
এলো বুঝি হেমন্ত,
হালকা কাঁথা গায় জড়িয়ে
সবাই দেখু ঘুমন্ত।
ভোর সকালে ঘাসের বুকে
দেখনা ভরে শিশিরে,
চোখটা মেলে দ্বারটা খোলে
দেখনা চেয়ে বাহিরে।
কেমন করে সাদা ধোঁয়ায়
ভরছে কেমন মাঠের ঘাট,
যায় না দেখা ভিয়াল চক আর
বটতলার ঐ বিশাল হাট।
এটাই বুঝি শীত বুড়িদের
হিম বাবুদের নতুন প্রাণ,
কৃষাণ ঘরে ভরবে এখন
নতুন চালের পিঠার ঘ্রাণ।
প্রকাশকালঃ ২৪অক্টোবর ২০২০ইং
দৈনিক প্রতিদিনের সংবাদ।