ঐ দেখো'রে চাঁদ উঠেছে,
আমার খুকু চোখ বুজেছে।
কাঁদবে না আর, যাবে ঘুমে-
চোখ বুজেছে ছড়ার ধুমে।
না না বাবা, আর কাঁদে না,
আমার বাবু চাঁদের কণা।
যাবে এখন ঘুমের দেশে,
উঠবে দেখো রাতের শেষে!
ঘুম পাড়ানি মাসিপিসি-
ঢেলে দিবে ঘুমের শিশি!
চাঁদ মামা যে উঠবে হেসে,
আমার সোনা ঘুমের দেশে।
আয়'রে ঘুম আয়, খুকু বুকে-
ঘুমপাড়ানির ছড়া মুখে!
আমার খুকু খুবই ভালো,
হাসলে খুকু, জ্বলে আলো।
এই তো সোনাই চুপ করেছে,
ঘুমের দিকে পথ ধরেছে!
উঠবে দেখো কাল সকালে,
হাসবে খুকু ভোরের তালে।