এতো ফুল ফল, নদী ভরা জল
নদী কূলে ভাসে নাও,
ফসলের মাঠ, নিদারুণ ঘাট
দখিনের মিহি বাও।

সবুজের হাসি, মাঠে রাশি রাশি
পাখিদের কলরব,
শিশুদের চলা, মুখে ছড়া বলা
কি যে ভালো লাগে সব।

পাখিদের গান, শুনে শুনে প্রাণ
হয়ে যায় দিলখোলা,
শুধু ভাবি মনে, ভাবি ক্ষণে ক্ষণে
ভেবে ভেবে খাই দোলা।

কেনো খোদা তিনি, পাঠালেন যিনি
আবার যে নেবে তুলে,
এতো ফুল ফল, পাখিদের দল
পৃথিবীর মায়া ভুলে!

আমাদের দিয়ে, পৃথিবীকে নিয়ে
বিধি খেলে কোন্ খেলা,
বুঝে উঠা দায়, দিন গেলো হায়
শেষ হলো এই বেলা।

২৭ভাদ্র ১৪২৭; ভিয়াইল