আজকে ঢাকা পানির তলে
আমার প্রিয় শহর,
বাড়ির ছাদে উঠে সবাই
গুনছি দুখের প্রহর।
যেখান দিয়ে চলতো আগে
হরেক রকম গাড়ি,
সেখান দিয়ে নৌকা নিয়ে
দিচ্ছে মানুষ পাড়ি।
নৌকা নিয়ে করছে বাজার
নতুন নদীত ভেসে,
বন্যা দেখে বুড়িগঙ্গা
বলছে এবার হেসে।
ঢাকা নদীর তীরে আছে
বুড়িগঙ্গা শহর,
বুড়িগঙ্গা হতে পারে
ঢাকা নদীর নহর।
ঢাকা নদীর জলে এখন
ভাসে অনেক গাড়ি,
নগরবাসী ভেসে ভেসে
দিচ্ছে শহর পাড়ি।