আমার সুখের সংসার ভালো লাগে না
কেনো জানি'রে আমার দুঃখ ভালো লাগে-
আমার হাসতে ভালো লাগে না।

আকাশের বুকে উড়ে চলে সাদা মেঘ।
শরতের আকাশ আমার ভালো লাগে না!
কালবৈশাখীর ঘন কালো মেঘ আমার-
খুব ভালো লাগে, শরত ভালো লাগে না।

চৈত্রের খর-রোদ আমার খুব ভালো লাগে
মাঘ পৌষের শীত আমার খুব ভালো লাগে
বসন্তের কুহুতান আমার ভালো লাগে না।
জ্যৈষ্ঠের শিলাবৃষ্টি আমার খুব ভালো লাগে
এই ক্ষণিকের সুখ আমার ভালো লাগে না।

আমার সুখকর প্রেম ভালো লাগে না
কেনো জানি আমার বিরহ ভালো লাগে-
আমার সুখ ভালো লাগে না।

৩শ্রাবণ ১৪২৭;ভিয়াইল