আমার গাঁয়ে পুবের পারে
শুধুই আম গাছ,
ঝড় তুফানে সাজ করিলে
কাজ হয়েছে আজ!

আমার যত পাড়ার সখা
সবাই যাবে চলে,
আম কুড়াবো পুবের পারে
আমায় যাবে বলে।

চলে আসিস আম কুড়াতে
আসবে বুঝি ঝড়,
আম কুড়িয়ে ভর্তা হবে
খাবো দুপুর পর।

তারপরে যে সবাই মিলে
আম কুড়াতে যাবো,
দুপুর বেলা আমের কুশি
ভর্তা করে খাবে।

আমের কড়া ভর্তা যেনো
খাবো তৃপ্তি করে,
যেমন সদা ফুলের মধু
ভ্রমর ঘিরে ধরে।