গ্রীষ্মকালের দুপুরবেলা
বৈশাখ মাসের পরে,
ঝড় বৃষ্টি আর রোদের ভয়ে
কে থাকে ভাই ঘরে।
পাড়ার সকল বন্ধু মিলে
আম বাগানে গিয়ে,
ইচ্ছে মতো ঢিল ছুড়ি যে
মাটির টিলা নিয়ে।
গাছের মালিক খুব খেয়ালি
আসে তখন ছুঁটে,
আমগুলো সব তারাতাড়ি
নিতেই হবে খুঁটে।
সব গুলো আম খুঁটতে গিলেই
খাবে যে কেউ ধরা,
বাড়িত যাবে বিচার সালিশ
বিচার হবে কড়া।