ভুলে থাকছি,
আজ থেকে অনেক দিন আগে তোর জন্য আমার
প্রেম ছিলো লুকোনো মনের গহীনে!

ভুলে থাকছি,
তোর ভাবনায় মাতাল হয়ে আমার প্রতিটা অবসরে
প্রিয় সব কবিতা পাঠের দিন।

ভুলে থাকছি,তোর জন্য কার্নিশে বসে একটার পর একটা কবিতা
লিখার শত শত বিনিদ্র রজনী।

ভুলে থাকছি,
আমার প্রিয় সব গানের সুরের মূর্ছনায় তোকে যেন খুব
খুঁজেছি।

ভুলে থাকছি,
কর্মব্যস্ততার ফাঁকে তোর সাথে একটু কথা বলার জন্য
মুঠোফোন হাতে অধীর আগ্রহে অপেক্ষার দুর্ভিক্ষ সময়।

ভুলে থাকছি,
তোর সাথে একদিন কথা না বলতে পারলে, বুকের বাম পাশে
চিনচিন করে ব্যথার তীব্র অনুভব।

ভুলে থাকছি,
তোর হাতে হাত রেখে আঙুলের সাথে আঙুল ঝরিয়ে
পা এর সাথে পা মিলিয়ে হাঁটার প্রতিটা পড়ন্ত বিকেলের স্বপ্ন!

ভুলে থাকছি,
চির চেনা শব্দ গুলো, সাথে কিছু প্রিয় ডাকনাম সম্বোধন।

ভুলে থাকছি,
তোর সাথে সবসময় তীব্র খুনসুঁটি, হাসাহাসি, মাখামাখি
আর ইচ্ছে স্বপ্নের ভাগাভাগি করে নেওয়ার স্বপ্নিল সময়।

ভুলে থাকছি,
চোখের সামনে তোর হঠাৎ করে বদলে যেতে দেখার
দুঃস্বপ্নের দিন।

ভুলে থাকছি,
প্রিয় মায়াবতী  অন্য কারো প্রিয় হয়ে যাওয়া আর আমার
নিরবে হৃদয়ে রক্তক্ষরণের দিন।

ভুলে থাকছি,
তোর বিশ্বাসঘাতক হাত দু'টি মাঝপথে ছেড়ে চলে যাওয়া,
আর আমার নির্বাক দৃষ্টিতে শব্দহীন তাকিয়ে থাকার দিন।

ভুলে থাকছি,
সেসব পুরনো স্মৃতি বিজড়িত দিন, করছিনা আর কোন
স্মৃতিচারণ, থাকছি একলা একা,
আর এভাবে স্বভাবে কেটে যাক এক জীবন ভালোবাসাহীন।