তোর চিঠিতে ভরে গেছে মেঘ,
ভরেছে নীল আকাশ!
কেমন আছিস তুই?
লেখা আছে তাতে
লেখা আছে দীর্ঘশ্বাস!!
অভিমানী ছায়া মেঘ হতে-হতে
আসছে আমার পাড়ায়,
চিলেকোঠা থেকে পালিয়েছে রৌদ্দুর
বৃষ্টি মনের পাতায়!
চিঠিগুলো যারা বৃষ্টি ভেবে
মেখে নিলো সারা গায়,
সবাই কেমন বদলে গেলো
অচিন বেসুরতায়!
মেঘে-মেঘে ঢাকা বর্ণমালায়
মন খারাপের ভাষা,
রোদের সাথে আড়ি দিয়ে
তোর জলে ভাসা!
তুই কিন্তু শ্রাবণ আমার
জানলো এবার লোকে,
দুঃখ সবই ছড়িয়ে গেলো
আকাশ ভরা শোকে!
এ যেনো এক চিঠির কাব্য
লোকে বলে যাকে শ্রাবণ,
দুখিনী"দুঃখ পাঠা আরো,
থাকুক কিছু প্লাবন!