তুই শব্দ সাজা কবি
আমি জব্দ হবো খাতায়,
তুই আকাশ লেখ কবি
আমি উড়বো কাব্য পাতায়।
তুই পাহাড় লেখ কবি
আমি জমাট বাঁধবো বুকে,
তুই সাগর লেখ কবি
আমি জল পুষেছি চোখে।
তুই ঘর লেখ কবি
আমার দেয়াল জুড়ে ক্ষত,
তুই মানুষ লেখ কবি
আমি থাকবো তাহার মতো।
তুই জীবন লেখ কবি
আমি মৃত্যু সাজে আছি,
তুই বৃষ্টি লেখ কবি
একটু আমার হয়ে বাঁচি।