অকারণ উচ্চারণ
বৃথা শব্দের অপচয়
অভিমানে খুব গোপনে
নীরবতাও কথা কয়।।
বোবা পাহাড় তবু তাহার
বুক ভরা কান্না রয়
বিষাদ শোকে পাথর চোখে
আর কোন অশ্রু নয়।।
বুকে ক্ষরণ কি যে দহন
অবুঝ মন কেমনে সয়
এক পৃথিবী কষ্ট সবই
জমা রাখে এই হৃদয়।।