তারিখ - ২৪-০৭-২০২৩ ইং ।
সূরা মুতাফ্যিফীন ঃ ( ০১ থেকে ১৬ আয়াত ) - বঙ্গানুবাদ ।
মক্কী ; আয়াাত সংখ্যা - ৩৬ , রুকূ – ০১ ।
শরীফ নবাব হোসেন ।
মাপে কম দাতাদের জন্য
বড় আক্ষেপ ।
যারা ওজন কালে লোকের নিকট হতে
পূর্ণ মাত্রায় লয় ।
কিন্তু তখন মাপে কম দেয়
যখন তাদের জন্য ওজন করে ।
ওরা কি চিন্তা করে না যে ,
ওরা পুনরুত্থিত হবে মহাদিনে ?
যে দিন সমস্ত মানুষ দাঁড়াবে
বিশ্ব জগতের প্রতিপালকের সন্মুখে !
এ প্রকার আচরণ অনুচিত ;
কাফেরদের কর্ম বিবরণী তো
সিজ্জীনে আছে ।
সিজ্জীন সম্পর্কে তুমি কি জান ?
এ লিপিবদ্ধ কর্ম বিবরণী ।
সেদিন মিথ্যাচারী দের হবে
মন্দ পরিণাম ,
যারা কর্মফল দিবস কে অস্বীকার করে ;
কেবল প্রত্যেক পাপিষ্ঠ
সীমা লংঘনকারী এ অস্বীকার করে ;
ওর নিকট আমার আয়াত
আবৃত্তি করা হলে সে বলে ,
‘ এ সেকালের উপকথা ।
এ সত্য নহে ,
ওদের কৃতকর্মই ওদের হৃদয়ে
জং ( মরিচা ) ধরিয়েছে ।
অবশ্য সেদিন ওরা
অন্তরিত থাকবে
ওদের প্রতিপালক হতে ;
অত:পর ওরা তো
প্রবেশ করবে জাহান্নামে ।
শরীফ নবাব হোসেন ।