তারিখ ঃ - 16 /03/2023 ইং ।
- শরীফ নবাব হোসেন ।
সূরা হুমাযাহ্ – মক্কী ( বঙ্গানুবাদ )
আয়াত - ৯ , রুকু - ১ ।
দুর্ভোগ প্রত্যেকের যে সম্মুখে ও পশ্চাতে
লোকের করে নিন্দা ;
যে সঞ্চয় করে অর্থ
এবং
তা গণনা করে বার বার ;
সে ধারণা করে যে
তার অর্থ তাকে
রাখবে করে অমর ;
কখনও না ,
সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুত্বামায় ;
হুত্বামা কি ,
তা তুমি কি জান ?
এ আল্লাহর প্রজ্বলিত অগ্নি ,
যা গ্রাস করে হৃদয়কে ;
নিশ্চয় এ ওদের
করে রাখবে পরিবেবেষ্টন
দীর্ঘায়িত স্তম্বসমূহে ।।
শরীফ নবাব হোসেন ।