তারিখ  ঃ  - ১০/১১/202২  ইং  ।


সত্য   মিথ্যার  বেড়াজালে   ! !


সমাজ , রাষ্ট্র , অফিস-আদালত
সবখানে মিথ্যার দৌরাত্ম্য
যা নয় তা বলছে
যা সত্য তা লোকাচ্ছে
মিথ্যা বলতে বলতে
এক সময় সত্যটাই
মিথ্যা বলতে গণ্য হচ্ছে
বা মিথ্যা টা সত্য বলে চলছে  ।


ঝর্ণা , নদীর পানি গড়াচ্ছে
দিন-কাল যাচ্ছে গড়িয়ে
মিথ্যাও বাড়ছে সবকিছুকে ছাড়িয়ে
জবাবদিহীতা কমছে দিন দিন
লুটপাট , আত্মসাৎ , টাকা পাচার সগৌরবে বাড়ছে
দুর্নীতিবাজদের দুর্নীতি তে মানুষের বাড়ছে  দুর্ভোগ
আলোর আদিত্য  কুহক-কাল মেঘে ঢাকা পড়ছে  ।।


পাশ্চাত্য দেশের সাথে আমাদের পার্থক্য
তাদের দেশের দায়িত্বশীলরা মিথ্যা বলে না  বা বলতে পারে না
আমাদের দেশে অবলীলায় তা পারে
সে জন্য দাঁড়াতে হয় না জনগণের কাঠগড়ায়
আমাদের নেতারা যা খুশি বলতে পারে -
লাগামহীন , মিথ্যা , বানোয়াট , কাণ্ডজ্ঞানহীন , দায়সারা  বক্তব্য
তার জন্য দিতে হয় না কোন কৈফিয়ত  !


একজন সরকারী বা বেসরকারী কর্মচারী-কর্মকর্তা
অথবা সাধারণ ব্যবসায়ী
জমালেও সারা জনমের পুরো বেতন বা আয়
জমার কথা নয়  এক / দু’কোটির বেশী  ;
সেখানে কিছুদিনের মধ্যে তারা কীভাবে হয়
শত কোটি বা হাজার কোটি টাকার মালিক ,
এটা দেশ ও জনগণ থেকে আত্মসাতের অর্থ-সম্পদ ।।


দুর্নীতির এ বিপুল অর্থ-সম্পদ আইন ও বিচারের মাধ্যমে
যদি রাষ্ট্রীয় কোষাগারে বাজেয়াপ্ত করা যেত
তা হলে বার বার একই রকম অপরাধ -----------
করার  থাকতো না সাহস ও সুযোগ  ?  ?

শরীফ  নবাব  হোসেন  ।