তারিখ ঃ – ০৬-০২-২০২২ ইং , সময় – সকাল – ৮-০০ টা ।

সমাজ   পরিবর্তনে  সামাজিক  যোগাযোগ  ? ?


সামাজিক  যোগাযোগ
নাম তার ফেসবুক
নামের মাঝে  সামাজিক
ক্ষেত্র বিশেষে অসামাজিক
খোঁজে তাতে মনের সুখ
মরীচিকার মারপ্যাঁচে বাড়ে দুখ ।

ছাত্র , কিশোর , তরুণ , যুবক  
অঢেল সময়ের  অপচয় এতে বেহুতক
ফেসবুকে রাখে দুনিয়ার খবর
নিজের টা পড়ে থাকে বেখবর
ফেসবুকের  আয়নায়    রঙীন স্বপ্ন দেখে
আশপাশটা অবচেতনে অন্ধকার রেখে ।  
  
নিত্য যোগাযোগে ব্যস্ত ফেসবুক বন্ধুর
আপন আত্মীয় বিচ্ছিন্ন রয় ওপারে সিন্ধুর
ফেসবুক মিত্রের সংখ্যা বাড়ে দিন দিন
রক্তের সম্পর্কের খোঁজ ও নেয় না বহু দিন
প্রতিবেশীর কী ঘটে তা না জানে
হাত  বাড়ায় প্রিয়জনের সন্ধানে দূরের পানে  ?

পাঠের বইপত্র উঠেছে ছিকায়
অভিভাবকগণ অবস্থার কাছে নিরুপায়
সন্তানদের মোবাইলে দু’হাত চলে হরদম
নিজ দায়িত্ব বাদ , দম ফেলানোর সময়ও ওদের কম
এ যোগাযোগের অনেক কিছু মিছেমিছি
এ আছে , এ ই নেই , অলস ভাবনার ঠাসাঠাসি ।

এখানে মেলা প্রত্যাশা করে ভিড়
কিন্তু – সে সব আকাশ কুসুম , হৃদয় ভেঙে চৌচির
এ কল্পিত মাধ্যমে বিচিত্র রঙের মেলা
প্রতিনিয়ত বিভোর জীবন উপভোগের খেলায়
স্বপনের খেলায় হলে বেসামাল
ঝড়ে জীবন তরী ডুবে লক্ষ্যবিহীন টালমাটাল  ।।

এটা ব্যবহারে হবে সচেতন ভাবে সতর্ক
জীবনে অযাচিত ধ্বস আসার থাকবে না বিতর্ক
এখান থেকে গ্রহণ করবে অনুসন্ধিৎসু শিক্ষা
তা হলে উজ্জ্বল হবে নিজ নিজ অগ্রগতির দীক্ষা
ফেসবুকের সময়টুকু ব্যবহারের উদ্দেশ্যই থাকবে ইতিবাচক কাজে
নিজ ও সমাজ পরিবর্তনে  মেধা , শ্রমের ক্ষয় সৃষ্টিতে মজে  ! !

শরীফ নবাব  হোসেন ।