তারিখ  ঃ  28-02-2023  ইং  ।

শৈশবের    কথা ------------


খালি পায়ে হেঁটে হেঁটে
উড়িয়ে ধুলো মেঠো পথে
কাদামাটি অঙ্গে মেখে
পুকুর খালে সাঁতার কেটে
ভোরে ফোটা শাপলা তুলে
গরু দিতাম নাড়া ক্ষেতে
শীতের বিকেলে খেলতাম লুকোচুরি
ধানের পাঁড়ার ফাঁকে ফাঁকে
ঘুরতাম বন্ধুরা দুর্বাঘাসের সবুজ মাঠে
আড্ডা দিতাম গাছের নিচে নদীর ঘাটে  ।।


গাছে উঠে আম কাঁঠাল পারতাম
বনলতা বেঁধে দোলনা খেতাম
ক্ষেত থেকে ফসল তুলে আনতাম
খালে বিলে মাছ ধরতাম
হা ডু ডু , গোল্লাছুট , কানামাছি তে মেতে থাকতাম
দু’দলে মিছেমিছি যুদ্ধ যুদ্ধ খেলতাম
বর-কনে সাজিয়ে বিয়ে দিতাম
কুড়ানো পসরা গুছিয়ে বেচাকেনা করতাম
ট্রেনে চড়ে শহরে গিয়ে সিনেমা দেখে রাতে ফিরতাম
সন্ধ্যার সময়ে পুকুরের গোসলে হৈ চৈ য়ে কী আনন্দ
জোছনা রাতে বাড়ির উঠানে গল্প-আড্ডায় পরমানন্দ  ! !


আজ জীবনের শেষ বিকেলে স্মৃতিরা মনের জানালায় উঁকি মারে
নিজের অজান্তে ফেলে আসা দিনগুলো  হৃদয়ে কড়া নাড়ে
অতীতে আর যেতে পারছি না ফিরে
কঠিন বাস্তবতার বলয় রেখেছে চৌপায়া ঘিরে
বাস্তবে গাঁয়ে আগের সে সব কিছু নেই  আর
কালের গ্রাসে হারিয়েছে বহু কিছু বারংবার
চাইলেও আর কোনদিন ফিরে পাব না ওসব
আপন স্মৃতিতে ই কেবল  ঝাপসা হয়ে রবে সে সব  ?  ?


শরীফ  নবাব  হোসেন  ।