তারিখ ঃ - 30 /03/2023 ইং ।
রমজানুল মোবারকে আমল ।।
রমজানে করবো বেশী বেশী নেক আমল
সে কাজ ধরে রাখবো সারা বছর
পাপ-অধর্ম থেকে থাকবো দূরে
কল্যাণের পথে চলবো শান্তির নীড়ে ।।
সেহেরী খাওয়া উত্তম , সেহেরী খাওয়া সুন্নাত
নবীজী বলেছেন –
‘’ তোমরা সেহেরী খাও , কারণ সেহেরী খাওয়াতে আছে বরকত । ‘’
সূর্যাস্তের পরই তাড়াতাড়ি ইফতার করা সুন্নাত ।
রাসূল ( সাঃ ) বলেছেন –
‘’ মানুষ ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবে ,
যতক্ষণ করবে তারা তাড়াতাড়ি ইফতার । ‘’
সাওম পালনকরীকে ইফতার করানো অসীম সাওয়াব ।
রাসূল ( সাঃ ) বলেছেন –
‘’ যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করাবে
সে রোজাদারের সম পরিমাণ সাওয়াব পাবে ।
এজন্য তাদের কারো সাওয়াব থেকে
সামান্যতম করা হবে না কমতি । ‘’
‘ ক্বিয়ামুল লাইল ‘ রমাদানে একটা গুরুত্বপূর্ণ নফল ইবাদত ।
তারাবীহ , তাহাজ্জুদ ও বিতর রবের পছন্দনীয় এ সব নামাজ
সাধারণার্থে ক্বিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত ।
শারীরিক জটিল রোগ দূর করা
পাপ মোচন করা
গুনাহ মাফ করা ও সর্বোপরি
আল্লাহর নৈকট্য লাভের উত্তম পন্থা হলো ‘ কিয়ামল লাইল ‘ ।
রাসূল ( সঃ ) এ ইবাদতের গুরুত্ব দিয়ে বলেন –
‘’ তোমাদের কর্তব্য হলো রাত জেগে নফল ইবাদত করা ;
কারণ তা ,
তোমাদের পূর্ববর্তী সৎব্যক্তিগণের স্বভাব ও আল্লাহর নৈকট্য লাভের উপায় ;
আর পাপ কাজ থেকে রাখে বিরত ,
গুনাহ সমূহ করে মোচন এবং
শরীর থেকে রোগ-ব্যাধি করে দূর । ‘’
‘ ইতিকাফ ‘ পবিত্র সাওমের একটি উত্তম ইবাদত ।
এটি হলো – আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্য মসজিদে অবস্থান করা ।
আল হাদীসে বর্ণিত আছে – ‘’ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়
মাত্র একটি দিনের জন্য ইতিকাফে থাকবে ,
আল্লাহ পাক তার এবং জাহান্নামের মধ্যে সৃষ্টি করে দেন
তিন খন্দক পরিমাণ দূরত্ব ।
এক একটি খন্দকের গভীরতা হলো
আসমান ও জমিনের মধ্যেকার দূরত্বের অধিক । ‘’
রাসূল ( সঃ ) আরো বলেছেন –
ইতিকাফকারী নিজেকে গুণাহ সমূহ হতে রাখে বিরত এবং
নেককারদের সকল নেকী লিখা হয় তার জন্য ।
এভাবে মাহে রমাদানে অনুশীলনে পুণ্য কাজ
রবের কাছে প্রার্থনায় করবো সকল গুনাহ মাফ
আত্মশুদ্ধি তে চিত্ত হবে কলুষ মুক্ত নির্মল
এ অঙ্গীকারে চালিয়ে যাবো ঃ
নিরন্তর পূত-পবিত্র আমল ।।
- শরীফ নবাব হোসেন