তারিখ : - ১৫-০২-২০২৪ ইং ।
-ঃ প্রকৃতির লীলা খেলা ! !
রচনা কাল - ০৩/১০/২০২৩ ইং ।
শরীফ নবাব হোসেন ।
সৃষ্টিকর্তার অমোঘ ইশারায়
প্রকৃতিই সুচারুরূপে নিয়ন্ত্রণ করে সব ।
বিশ্বজগৎ পরিচালনায় নিসর্গের নেই কভু
কোন খুঁত , নেই কোন রকম গাফেলতি !
দিবাকর ঠিক ঠিক ভাবেই যথারীতি পুবে হয় উদিত
মৃগাঙ্ক মার্তণ্ড সৃষ্টি থেকেই দিয়ে যাচ্ছে আভা ।
বসন্তে যথারীতি বনে বনে ফুটে ফুল
ডাকে পিক , গাছপালা পল্লব সবুজে সবুজ ।
শীতে ঝরে কুয়াশা , সবকিছু ধোঁয়াশা
গ্রীষ্মের ফলাদি গ্রীষ্মে , শীতের সবজি আসে শীতে
যখন যে দ্রুমে- যে ফল পুষ্প শস্য ফলার কথা
যথাসময়ে সেগুলো ধরায় হয় প্রস্ফুটিত ! !
ভূপৃষ্ঠে যে কোন বীজ পড়লেই তা আপনিতেই বাড়ে
জলাশয়ে জলজ প্রাণী অনায়াসে করে বাস
মাটির নিচে যারা বাঁচার তারা সেথায় বাঁচে
এরূপ বিশাল ব্রহ্মাণ্ডে প্রকৃতি চালিয়ে যাচ্ছে তার নিখুঁত কাজ
সবই প্রভুর হাতে গড়া অনিন্দ্য কারুকাজ । ।
কিন্তু , আমরা মানুষ জাতি অনেকটা অকৃতজ্ঞ -
নিজে রাই মারামারি হিংসা-বিদ্বেষ খুনাখুনিতে ব্যস্ত
স্বীকার করি না স্রষ্টার অবারিত দান , করি না আপন দায়িত্ব পালন
এলোমেলো বিশৃঙ্খল ভাবে ঘটাতেছি জীবনের পরিসমাপ্তি
তাতে আছে কী মোদের জন্মের স্বার্থকতা ? ?
শরীফ নবাব হোসেন ।