তারিখ - 22/02/2023 ইং ।


মানুষ   নামের   কলঙ্ক ! !


দেশের অর্থে খায় পড়ে
সমাজ সেবকের ভাব ধরে
মঞ্চে সুকান্তের ভাষায় বক্তৃতা ছাড়ে
জন-মানুষের কল্যাণের কথাও বলে
জাতীয় দিবস গুলোও করে পালন
বেদীতেও সবার আগে দেয় ফুল
সাজে কপট দেশ প্রেমিক
তাজা নোটও  করে দান
অর্থাৎ ছলনা , ছল চাতুরী , ভণ্ডামির
কোনটা বাকী নাহি রাখে ।।


তারাই আবার সাদরে নেয় উৎকোচ
দুর্নীতি তে থাকে বেহুঁশ
দেশের সম্পদ করে লুট
জনগণের কাজে নিত্য হয়রানি
সরকারী জমি করে দখল
ত্রাণ-রিলিফের পণ্য করে গায়েব
গড়ে অর্থের পাহাড়
গাড়ি , বাড়ি , নারীর বাহার
দেশের অর্থ করে পাচার
মুখে অবিরত মিথ্যার ভাগাড়
অর্থাৎ হীন-কুৎসিত চরিত্রের
তারা মস্ত বড় আধার  ! !


এদের কে-   কী বলা যায়  ?
এরা মানুষ না জানোয়ার
তাদের আছে কী মনুষ্যত্ব ?
চিত্তে কী আছে মানবতার স্থান ?
অন্তরে কী বিদ্যমান বিন্দুমাত্র দেশপ্রেম  ?
এসবেরা নামকায়াস্ত শিক্ষিত
তবে সুশিক্ষা এদের নেই মোটেও ।


না , মানুষ হলে এরা -
নিজের স্বার্থের তাগিদে
দেশ , জাতি ও এ জন্মভূমির মানুষের
পারত না করতে এত বেশী ক্ষতি   ? ?
এসব নর কীট দের প্রতি বর্ষিত হোক
সতের কোটি মানুষের  নিরবধি
ঘৃণা , ধিক্কার ও অভিশাপ ।।


- শরীফ নবাব হোসেন ।