তারি ঃ ১৩-০৭-২০২৩ ইং ।
কোথায় গেল হারিয়ে ? ? ( এক )
রচনা কাল - ১৪/০৪/২০২৩ ইং ।
শরীফ নবাব হোসেন ।
কোথায় গেছে হারিয়ে -----------
লাঙ্গল জোয়াল বাঁশের তৈরি মই
পথের ধারে বৃক্ষশাখের নিচে বাঁশ বাঁধা ছই
হারিয়েছে কুমীরের মত কাঠের লম্বা ঢেঁকি
পিতল ও কাবার হুক্কা , মাথায় তার মাটির কল্কী ।
কোথায় আছে মাটির তিন পায়ার চুলা
কামারের বানানো মাটির পাতিল ও বরুনা ( মাটির ঢাকনা )
মাটির বাসন ( হানক ) , মাটির জগ ( কত্তি ) ও কলসী
বাঁশের ছিপে সুতায় বাঁধা টাকি-পুঁটি ধরার বড়শী ।
কোথায় পাবো গ্রাম্য মেলা , বানের পানিতে কলা গাছের ভেলা
গোল্লাছুট , কানামাছি , দারিয়াবান্দা , হা-ডু-ডু , লাঠি খেলা
এখন আছে কী মেলায় বায়স্কোপ , সাপের খেলা , পুতুল নাচ , সার্কাস
শীতের জোছনা রাতে মেঠো পথে দেখতে যেতাম মঞ্চ নাটক ; উপরে আকাশ ।
এখন কী যায় কেহ দলবেঁধে দেখতে হলে সিনেমা
হয় কি বালতি বাজিয়ে কুঁড়ে ঘরে খড়ে বসে জারি সারি মারফতি গান গাওয়া
ট্রেন থেকে নেমে গড়গড় শব্দ শুনে বিলের মাঝ দিয়ে বাড়ি যাওয়া
অগ্রহায়ণ-পৌষে কুড়ানো ধানে মোয়া টপি বুট ভাজা খাওয়া ।
শরীফ নবাব হোসেন ।