তারিখ  -  18-03-2023  ইং  ।


  -  কাঙ্ক্ষিত  গৌরব ও  মর্যাদার  অর্জন  ! !  



প্রিয় বাংলা ভাষার- অক্ষয় আন্তর্জাতিক অর্জন  
২১  ফেব্রুয়ারী  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
এটা শতাব্দী কালের বাঙালির কাঙ্ক্ষিত সেরা অর্জন
এ ভাষার রূপ মাধুর্যকে মহীর মানুষের হৃদয়ে ঠাঁই দান  ।।

বাংলা ভাষার বসন্ত ঃ বর্তমানে বিশ্বজোড়া  সমাদৃত
মান-সম্মান , খ্যাতিতে ও ভালোবাসায় অনন্য
অমৃত এ ভাষা পেরিয়ে গেছে দেশ-কাল , জাতি , সময়ের সীমা  
সুচারু ভাষার বর্ণ , শব্দ , অলংকার , বাক্য ভ্রমনে মত্ত জগৎ পরিক্রমা  ! !


বাংলা মায়ের মরমী ভাষা চির সৌন্দর্যের প্রতীক
এর নেই তুলনা গুণে , মানে , বিশ্বায়নে সমধিক
তার রয়েছে ভুবন ও কালজয়ী উপন্যাস , নাটক , গল্প , কবিতা , গান
সাহিত্যের পরতে পরতে মিশে আছে মানুষের জীবন-প্রাণ  ।

মাতৃভাষা দিয়েছে মোদের উন্নত মম শিরে সম্মান ও গৌরব
সারা পৃথিবীময় ছড়িয়েছে ললিত-কলার মঞ্জুল সৌরভ  ! !

শরীফ  নবাব  হোসেন  ।